বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

তিস্তার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু

লালমনিরহাট প্রতিনিধি

‘তিস্তা গিলে খেল লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রাম’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশের পর ভাঙনরোধে মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় এলাকায় জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার তিস্তার ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে। করোনার কারণে তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। আশা করছি দ্রুত কাজ শুরু হবে। তিনি জানান, ভাঙন ঠেকাতে বালাপাড়া, কুঠিরপাড়, গোবর্ধন ও চন্ডিমারী গ্রামের  ৩৮০ মিটার এলাকায় পর্যায়ক্রমে ১৬ হাজার জিওব্যাগ ফেলা হবে। এছাড়া ওই এলাকায় বন্যা প্রতিরক্ষা বাধ নির্মাণ শীঘ্রই শুরু করা হবে বলেও জানান মন্ত্রী।

সর্বশেষ খবর