বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

অস্ত্রোপচারের সময় মৃত্যু, ক্লিনিক ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুরে অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বজনেরা ক্লিনিক ঘেরাও করে রাখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। প্রসূতির পরিবার ও এলাকাবাসী জানায়, মিঠাপুকুরের রাণীপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাশেদের স্ত্রী আকলিমা বেগম সাথির (৩০) প্রসব ব্যথা শুরু হলে সোমবার দুপুরে গড়েরমাথা নামক স্থানে রয়েল হেল্থ সিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবে সন্তান প্রসব হবে না। সিজারিয়ান করে প্রসব করাতে হবে। তাদের কথামতো সন্ধ্যায় প্রসূতির অস্ত্রোপচার শুরু হয়। কন্যা সন্তান জন্ম দিয়ে মারা যায় প্রসূতি। গৃহবধূর শাশুড়ি মিনি বেগম অভিযোগ করেন, আমাদের কাউকে কিছু বুঝতে না দিয়ে অপারেশন থেকে লাশ বের করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে ওঠায় ক্লিনিক কর্মীরা। এরপর রংপুর শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মৃত্যুর ঘটনা জানার পর বাড়িতে খবর দিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করে বাড়িতে লাশ নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ক্লিনিকের লোকজন পালিয়ে যায়। নবজাতক সুস্থ রয়েছে। রয়েল হেলথ সিটি হাসপাতালের সবাই পলাতক এবং মোবাইল ফোন বন্ধ থাকায় মালিক কিংবা ব্যবস্থাপকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 আপেল নামে এক কর্মকতা মোবাইল ফোনে বলেন, ‘চিকিৎসক বলেছেন ওই রোগী হার্ট অ্যাটাকে মারা গেছেন। হাজারে দু-একটা রোগী মারা যেতেই পারে।’  মিঠাপুকুর থানার ওসি জানান, মৃতের পরিবার কোনো অভিযোগ দেয়নি।

 

সর্বশেষ খবর