বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

চাঁদাবাজির অভিযোগে আটক ৩

গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগনেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার থেকে গতকাল তাদের আটক করা হয়। আটকরা হলেন- নাছির উদ্দিন ফকির, কালাম ও মোফাজ্জল হোসেন। নাছির স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চাঁদাবাজির ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। -শ্রীপুর প্রতিনিধি

ইউপি সদস্য বরখাস্ত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কালভার্ট নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করার অভিযোগে মোহাম্মদ আলী নামে এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে বলা হয় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলীর তত্ত্বাবধানে ওই কালভার্ট রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়। -ময়মনসিংহ প্রতিনিধি

কারখানা সিলগালা

বাগেরহাটে গবাদিপশুর নকল ওষুধ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের অভিযোগে গোবিন্দ চক্রবর্ত্তী নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শহরের দশানীর কচুয়া পট্টীতে একটি কারখানা সিলগালা করা হয়।

-বাগেরহাট প্রতিনিধি

সাংবাদিকের অফিসে চুরি

ময়মনসিংহের ভালুকায় তোফাজ্জল হোসেন নামে এক সাংবাদিকের অফিসে চুরি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আমতলী মোড়ে এই ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার অফিসের কাজ শেষ করে তিনি নিজ বাড়ি চলে যান। গতকাল সকালে অফিসে গিয়ে তিনি শাটারের তালা ভাঙা দেখতে পান।

-ভালুকা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর