শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

চলার রাস্তায় দেয়াল অবরুদ্ধ ৬ পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ছোট সিঙ্গিয়া এলাকার কয়েক পরিবারের দীর্ঘদিনের চলাচলের একমাত্র পথে দেয়াল তৈরির অভিযোগ উঠেছে। এতে ছয়টি পরিবার ১৫ দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে। তারা দৈনন্দিন কাজে বাইরে যেতে না পারায় কষ্টে দিনযাপন করছেন। বিষয়টি সুরাহার জন্য স্থানীয়ভাবে শালিসের প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি নন অভিযুক্ত ব্যবসায়ী মোশারফ হোসেন। বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে এসে রোষানলে পড়ে।

জানা যায়, মোশারফ হোসেন এবং জনৈক আল-মামুনের পাশাপাশি বাসা। আল-মামুনের বাড়ির লিচু গাছের ডাল বড় হয়ে মোশারফের বাসার টিনের ওপর যায়। মোশারফ লিচুর ডাল দ্রুত কেটে ফেলতে বলে আল-মামুনকে। মামুন বর্ষার জন্য দু-একদিন সময় চান।

মোশাররফ তাতে রাজি না হলে উভয়ের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর জেরে গত ২৭ জুন আল-মামুনকে দুর্ভোগে ফেলতে তাদের চলাচলের একমাত্র পথ ইট গেঁথে বন্ধ করে দেন মোশারফ। অভিযুক্ত মোশারফ হোসেন বলেন, আমি কারও

জমিতে ব্যারিকেড দেইনি। আমার কেনা জমির উপর দিয়ে তারা যাতায়াত করতো, আমি আরসিসি পিলার দিয়ে বাড়ি করবো তাই জমিটি ঘিরে ফেলেছি।

সর্বশেষ খবর