শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

পিসিআর ল্যাব স্থাপনের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল দ্রুত পেতে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানা গেছে, জেলার ৫টি উপজেলায় করোনার নমুনা সংগ্রহের জন্য ৫টি বুথ খোলা হয়েছে। এসব বুথে নমুনা সংগ্রহ করে রাজশাহী ও সাভারের প্রাণিসম্পদ বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আর এর ফলাফল আসতে এক সপ্তাহের বেশি সময় লেগে যাচ্ছে। এতে আক্রান্ত ব্যক্তির দ্বারা অন্যদের মাঝে করোনাভাইরাস ছড়াতে পারে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নমুনার ফল পেতে দেরি হচ্ছে এটা ঠিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। এটি স্থাপিত হলে আর কোনো সমস্যা থাকবে না।

সর্বশেষ খবর