শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর খাদ্য সহায়তা অব্যাহত

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর খাদ্য সহায়তা অব্যাহত

পার্বত্যাঞ্চলে ত্রাণের বস্তা কাঁধে নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সেনা সদস্যরা -বাংলাদেশ প্রতিদিন

পার্বত্যাঞ্চলে এখনো অব্যাহত রয়েছে সেনাবাহিনীর খাদ্য সহায়তা। গতকাল দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে রাঙামাটি জেলার লংগদু উপজেলার কিছু এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মিরাজ হায়দার চৌধূরী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পার্বত্যাঞ্চলের যেসব নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বেকার রয়েছেন তাদের খাদ্য সংকট দূর করতে সেনাবাহিনী বিশেষ ভূমিকা রাখছে। পার্বত্যাঞ্চলে এমন কিছু এলাকা রয়েছে যেখানে পৌঁছানো খুবই কষ্টসাধ্য। যার কারণে ওই সব এলাকার বাসিন্দারা বরাবরেই সুবিধাবঞ্চিত। তাই সেনাবাহিনী নিজেদের রেশনের বিরাট একটি অংশ বাঁচিয়ে হেঁটে পাহাড়, নদী-ছড়া পাড়ি দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে।  এ ব্যাপারে লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মিরাজ হায়দার চৌধূরী জানান, রাঙামাটির লংগদু সেনা জোনের আওতাধীন জোড়াপানি ছড়া, শিমুল তলী ও ইয়ারাং ছড়ি গুচ্ছগ্রামে বসবাসরত দরিদ্র বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন সেনা সদস্যরা। এ সহায়তার ধারা অব্যাহত থাকবে। যতদিন না পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে। এ খাদ্য সহায়তা শুধু রাঙামাটিতে নয় অপর দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানেও অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর