শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

চার জেলায় আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

চার জেলায় আট প্রাণহানি

চার জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল রাত ৮টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার আলিফ-লাম-মীম ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত দুজন পুরুষ। তাদের বয়স আনুমানিক ৪৫ বছর। তারা ঘটনাস্থলেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে গতকাল সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ট্রলিচালকের নাম কাওসার আলী (২২)। রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকায় তার বাড়ি। বাবার নাম আবদুল বারী।

দিনাজপুর : ইটভাটায় কাজ করতে যাওয়ার সময় ট্রাকের চাপায় শিবলার হাসদা নামের এক আদিবাসী শ্রমিক এবং চিরিরবন্দরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নরেশ চন্দ্র রায় (৬০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর-ভাদুরিয়া সড়কের দুই মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। অপরটি গতকাল দুপুর দেড়টার দিকে দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরের হাজিরমোড় এলাকায় পেট্রল পাম্পের সামনে ঘটেছে। নিহত শিবলাল হাসদা (৫০) ওই এলাকার খয়েরগুনি কাঁঠালপাড়ার সুবল হাসদার ছেলে। অপর নিহত নরেশ চন্দ্র রায় (৬০) পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চাকলাপাড়ার মৃত ধীরেন নাথ রায়ের ছেলে। নাটোর : নলডাঙ্গায় ট্রলি উল্টে বাঁশের চাপায় পড়ে জনি আহমেদ নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল উপজেলার বাসুদেবপুর চকপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি আহমেদ (১৮) উপজেলার সেনভাগ গ্রামের ডলার আহমেদ ছেলে।

বগুড়া : ধুনটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হিমি আকতার (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার শেরপুরে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আশরাফ আলী (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। তিনি জেলার শাজাহানপুর উপজেলার মানিকদিপা গ্রামের আবদুল কাদেরের ছেলে। এ ঘটনায় অপর ট্রাকের চালক জালাল উদ্দীনও (২২) আহত হন।

 গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর