শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

দাম না পেয়ে হতাশ কৃষক ও খামারি

করোনা ও বন্যার প্রভাব হাটে

লালমনিরহাট প্রতিনিধি

করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে চলতি মাসে উত্তরবঙ্গে দেখা দিয়েছে বন্যা। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তিস্তা-ধরলায় ঘরবাড়ি হারানো হাজারো মানুষ এখন বাঁধে আশ্রয় নিয়েছেন। এর প্রভাব ছড়িয়ে পড়েছে ঈদুল আজহার গরুর হাটেও। কৃষকরা বাজারে গরুর দাম না পেয়ে হতাশায় ভেঙে পড়েছেন। কালিগঞ্জের চাপারহাটে বিক্রেতা আয়নাল হক জানান, তার বাড়ি কুলাঘাটে। করোনা ও বন্যার কারণে তার ৮৫ হাজার দামের গরুটি বিক্রি করতে হয়েছে ৫৫ হাজার টাকায়। মোগলহাটের কুদ্দুস মিয়া বলেন, ধরলা নদীতে তার ঘরবাড়ি সব বিলীন হয়ে গেছে। ৪টি গরুর ২টি পানির স্রোতে ভেসে গেছে। আশা ছিল এগুলো বিক্রি করে মাথা গোঁজার ঠাঁই করব। কিন্তু বাজারে গরুর দাম নেই। একটি ২৫ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। দুরাকুটি হাটের ইজারাদার নুর ইসলাম জানালেন, আইনশৃঙ্খলা ঠিক রয়েছে। তবে করোনাভাইরাস ও বন্যার কারণে কৃষকরা দাম না পেলেও মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন।

সর্বশেষ খবর