শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

সহস্রাধিক শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন

লাকসাম

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

মহামারী করোনার প্রভাবে কুমিল্লার লাকসামের শতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। চলমান পরিস্থিতির উত্তরণে তারা সরকারি প্রণোদনার দাবি জানান।  সূত্র জানায়, লাকসাম পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী চাকরি করেন। বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠান চলে শিক্ষার্থীদের মাসিক বেতনে। করোনার কারণে চার মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করতে পারছে না। এর ফলে শিক্ষক এবং কর্মচারীরা বেতনও পাচ্ছেন না। এতে পরিবারের খরচ মেটাতে গিয়ে তারা চরম হিমশিম খাচ্ছেন। কিন্ডারগার্টেনের এক শিক্ষক জানান, না পারছি রিলিফের জন্য কাউকে বলতে, না পারছি পরিবার-পরিজন নিয়ে চলতে। লাকসাম শহরের স্ট্যামফোর্ড সেমি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক সুখেন সাহা বলেন, এই প্রতিষ্ঠানটি ভবন ভাড়া নিয়ে পরিচালনা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় হচ্ছে না। তার পরও কর্তৃপক্ষ ধার দেনা করে ভবন ভাড়া ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করছেন। তবে তারা শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারছেন না। বৃহত্তর লাকসাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যন অধ্যক্ষ আমিরুল মমিন ভূঁইয়া চলমান পরিস্থিতিতে শিক্ষকদের দুরবস্থার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা পাওয়ার দাবি জানান।  লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা বলেন, বিষয়টি মানবিক। ব্যক্তি মালিকানায় বা সমিতি দ্বারা পরিচালিত হলেও মানবিক বিবেচনায় এটা তাদের ন্যায্য দাবি।

সর্বশেষ খবর