শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

চার পরিবার একঘরে

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় দীর্ঘদিন ধরে একঘরে করে রাখা হয়েছে চারটি পরিবারকে। এ সব পরিবারের কোনো সদস্যের সঙ্গে প্রতিবেশীদের কেউ কথা বললে তাকে ৫০ টাকা জরিমানা গুনতে হবে। গ্রামের কেউ এই চার পরিবারের বাচ্চাদের সঙ্গেও খেলতে পারবে না। তাদের নামাজ পড়তে হচ্ছে অন্যগ্রামে গিয়ে। ঘটনাটি উপজেলার বুড়ি কদমা গ্রামের। জানা যায়, প্রায় আট মাস আগে ওই গ্রামে পীরস্থানের জমি দখল করে বাড়ি তৈরি করেন জিলুর রহমান নামে এক ব্যক্তি। তখন স্থানীয় মান্নান পীরস্থানের ওই জায়গায় মাদ্রাসা নির্মাণের প্রস্তাব দিলে শুরু হয় বিরোধ। কিছু মাতব্বর জিলুরের কাছ থেকে উৎকোচ নিয়ে তাকে সেখানে বসবাসের সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অস্বীকার করে মাতব্বর রেজাউল ও আব্দুর রশিদ জানান, মান্নান ও তার ভাইয়েরা সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করায় গ্রামবাসী তাদের এড়িয়ে চলে। একঘরে রাখার অভিযাগ সত্য নয়। স্থানীয় ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, এর সত্যতা পাওয়া গেলে সুরাহা করার চেষ্টা করবো।

 সিংড়া থানার ওসি জানান, তদন্ত করে একঘরে করার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর