শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

‘করোনাকে পুঁজি করে চাঁদাবাজি হলে ব্যবস্থা’

দিনাজপুর প্রতিনিধি

‘করোনাকে পুঁজি করে চাঁদাবাজি হলে ব্যবস্থা’

উন্নয়নের চেক বিতরণ করছেন হুইপ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, করোনার এ মহামারীর সময় দেশের একটি মানুষ না খেয়ে থাকেনি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারীর এ সময় জনগণের দুর্ভোগ লাঘবে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে করোনাকে পুঁজি করে কোনো অনিয়ম, দুর্নীতি, ত্রাণ লুণ্ঠন, চাঁদাবাজি, ওষুধের অতিরিক্ত মূল্য আদায়কারীদের ছাড় দেওয়া হবে না। গতকাল দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ৯২টি মসজিদ, মন্দির, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ৬২ লাখ ৫৭ হাজার ৬৬৬ টাকার চেক বিতরণ ও এডিপির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণকালে হুইপ ইকবালুর রহিম এমপি উপরোক্ত কথা বলেন।

সর্বশেষ খবর