রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

নিবন্ধন ছাড়াই তিনি চক্ষু সার্জন!

পাবনা প্রতিনিধি

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চক্ষু সার্জন সেজে পাবনার ভাঙ্গুড়ায় রোগী দেখছেন আলমগীর হোসেন (৪৬) নামে এক চিকিৎসক। প্রতি সপ্তাহে শনিবার বিকালে তিনি বসেন পৌরসভার রেল চত্তরে রুমি ড্রাগ হাউজে। করোনা ভাইরাস পরিস্থিতিতেও প্রতারণার মাধ্যমে রোগী দেখায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রুমি ড্রাগ হাউজের মালিক আব্দুর রব এলাকায় মাইকিং করে জানান সিরাজগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে আসা বিশেষজ্ঞ সার্জন ডা. আলমগীর হোসেন প্রতি শনিবার রুমি ড্রাগ হাউজে রোগী দেখবেন। এ খবর পেয়ে অনেক রোগী এখানে ভীর জমান। পরে জানা যায়, তিনি বিশেষজ্ঞ চিকিৎসক নন, একজন প্যারামেডিক্স।   অভিযুক্ত আলমগীর বলেন, ‘আমি প্যারামেডিক্স হিসেবে ঈশ্বরদীর একটি চক্ষু হসপিটালে কর্মরত আছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে রোগী দেখছি।’ ভাঙ্গুড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, লিখিত অভিযোগ না পেলে ব্যবস্থা নিতে পারব না।

সর্বশেষ খবর