রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

‘করোনা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে’

পটুয়াখালী প্রতিনিধি

‘করোনা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে’

পটুয়াকালীতে করোনা পরিস্থিতির পর্যালোচনা সভায় বক্তৃতা করছেন অতিথিরা

পটুয়াখালীর করোনা পরিস্থিতির পর্যালোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস। গতকাল দরবার হলে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান সামছুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর প্রমুখ।  প্রধান অতিথির বক্তৃতায় ড. আহমেদ কায়কাউস বলেন, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন হচ্ছে তা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় হচ্ছে। তিনি বলেন, করোনা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।

বিশেষ অতিথি সামছুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের সবার সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। সচেতন হলেই আমরা সব কাজ করতে পারব। তা না হলে করোনা সংক্রমণ মোকাবিলা কঠিন হয়ে পড়বে। 

সর্বশেষ খবর