রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

‘বঙ্গবন্ধু ও মৎস্য খাতে উন্নয়ন প্রতিভাস’ গ্রন্থের ওপর আলোচনা

কৃষিবিদ মো. লতিফুর রহমান সুজান সম্পাদিত ‘বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু ও মৎস্য খাতে উন্নয়ন প্রতিভাস’ গ্রন্থের আলোচনা সভা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। ইউএনও লুবনা ফারজানার সভাপতিত্বে হিমাদ্রী খীসা, রফিকুল ইসলাম খান,  মো. আলম শরীফ খান বক্তৃতা করেন। বক্তারা বলেন, মৎস্য খাত নিয়ে বঙ্গবন্ধুর গ্রহীত পদক্ষেপ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তথ্যবহুল গ্রন্থটি ভূমিকা রাখবে। তারা বলেন, মৎস্যখাতে বঙ্গবন্ধুর অবদান ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে এটিই প্রথম গ্রন্থ। গ্রন্থটিতে শুভেচ্ছা বাণী দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। বইটি প্রকাশ করেছে রিদম প্রকাশনা সংস্থা।

-নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে মোবাইলফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইরিন আকতার (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার নিমগাছী ইউনিয়নের ধলিপাড়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহত আইরিন      আকতার ওই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে এবং নিমগাছী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

হত্যা চেষ্টা

সিলেটের বিশ্বনাথে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রী-পুত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রাম তাদের আটক করা হয়। আটকরা হলেন- লালটেক গ্রামের  আবদুর রহমানের স্ত্রী লাল বিবি ও ছেলে রুহেল মিয়া।

-বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

উঠান বৈঠক

সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। ডেমরা হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৬৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের আয়োজেনে এ উঠান বৈঠক হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ, আওয়ামী লীগ নেতা মো. ফারুক খানছসহ      স্থানীয় নেতাকর্মী।

-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর