রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

সরকারি ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাৎ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সরকারি ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সদর উপজেলার সুরাট ইউপি চেয়ারম্যান ও এক মেম্বারের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, দুই বছর আগে সুরাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দার কেবি ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য তাইজুল ইসলাম ভেলু ‘জমি আছে ঘর নেই’ প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলে ১৫০ জনের কাছ থেকে ১৫ হাজার টাকা করে নেন। দীর্ঘদিন ঘুরেও ঘর না পেয়ে সম্প্রতি ভুক্তভোগীরা টাকা চাইলে চেয়ারম্যান ও মেম্বার তাদের হুমকি দেন। এ ব্যাপারে কৃষ্ণপুর গ্রামের খয়বার, সিদ্দিক, আসমানি বেগম, সজিব, মধু মন্ডল, সিদ্দিক, কালামসহ ১০ জন লিখিত অভিযোগ দিয়েছেন। চেয়ারম্যান কবির হোসেন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, টাকা নিলে মেম্বর নিতে পারে। এ সব বিষয় নিয়ে আমার কাছে কেউ আসেনি। কেউ টাকা দাবি করে আমার কাছে এলে বিবেচনা করে দেখবো।

সর্বশেষ খবর