মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে অর্থ আদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সামাজিক ঝুঁকিপূর্ণ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভার্নারেবল গ্রুপ ডেভলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির আওতায় হতদরিদ্রদের প্রতিমাসে ৩০ কেজি করে চাল দিচ্ছে মহিলা বিষয়ক অধিদফতর। তৃণমূলে এই কর্মসূচি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ। এই কর্মসূচিকে পুঁজি করে গণহারে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জের কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরদের বিরুদ্ধে। অনেকে টাকা দিয়েও কার্ড পাননি। আবার অনেকের নাম তালিকায় থাকার পরও তারা চাল পাননি। অসহায় দরিদ্রদের ঠকিয়ে দায়িত্বপ্রাপ্তরা বরাদ্দ আত্মসাৎ করছেন বলে অভিযোগ তাদের। অভিযুক্ত চেয়ারম্যান চাল আত্মসাত কিংবা টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জানা যায়, কবাই ইউনিয়নে সরকারিভাবে ২৪৯ জন নারীর জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম্য চৌকিদাররা কার্ড দেওয়ার কথা বলে হতদরিদ্রদের কাছ থেকে ৫-৬ হাজার টাকা করে আদায় করেন। দুই বছরের কর্মসূচির দেড় বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত অনেক অসহায় নারী কার্ড পায়নি। আবার তালিকায় নাম থাকার পরও অনেকে বরাদ্দের চাল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বঞ্চিতরা প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার বিচার দাবি করেন। হতদরিদ্রদের চাল আত্মসাত ও ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে অর্থ আদায়ের বিষয়ে কবাই ইউপি চেয়ারম্যান জহিরুল হক তালুকদার বলেন, ‘পরিষদ থেকে ভিজিএফ কার্ড দেওয়ার পর কেউ কার্ড বিক্রি করে দিলে তিনি দায়ী নন।’ তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, বাকেরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর