মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাস্তা ভেঙে চলাচল বন্ধ ৫০০ পরিবারের

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাস্তা ভেঙে চলাচল বন্ধ ৫০০ পরিবারের

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভেঙে যাওয়া পাকা সড়ক -বাংলাদেশ প্রতিদিন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর-শহরের ৮ নম্বর ওয়ার্ডের আরডিআরএস অফিস থেকে হাজীপাড়া যাওয়ার সড়কটির দুটি স্থানে বর্ষার পানির তোড়ে ধসে পড়েছে। এতে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে ৫০০ পরিবার।

সরেজমিনে দেখা যায়, দক্ষিণ সন্ধ্যারই, হাজি পাড়া শেখ রাসেল স্টেডিয়ামসহ হোসেনগাঁও ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াতের একমাত্র পাকা রাস্তাটি ভেঙে দুটি স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এক মাস ধরে রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। বিকল্প পথে অনেক দূর ঘুরে বাজারে যেতে হয়। স্থানীয় কাউন্সিলর ও পৌরমেয়রকে জানানো হলেও তারা পদক্ষেপ নিচ্ছেন না। পৌর কাউন্সিলর সাদেকুল জানান, রাস্তাটিতে রাবিস (মাটি) প্রচুর পরিমাণে লাগবে। বিষয়টি মেয়রকে জানিয়েছি। আমার করার কিছুই নাই। এ বিষয়ে পৌরমেয়রের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর