মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

বেতন দাবিতে থালা হাতে রাস্তায় শ্রমিকরা

গাইবান্ধা প্রতিনিধি

বেতন দাবিতে থালা হাতে রাস্তায় শ্রমিকরা

গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন ও আখচাষীদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধ দাবিতে থালা হাতে মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। গতকাল চিনিকল এলাকায় এ কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী সমিতি। মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, ফারুক হোসেন ফটু, রফিকুল ইসলাম, এসএম জালাল উদ্দিন, আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান প্রমুখ। পরে চিনিকলের প্রধান ফটক অবরুদ্ধ করে শ্রমিক-কর্মচারিরা বিক্ষোভ করেন। সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও আখচাষীদের আখের মূল্য পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ১৪ থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ খবর