মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

কসবা সীমান্তে শূন্যরেখায় মানবেতর জীবন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে সাত শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ফলে গত তিন দিন ধরে সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমানায় অবস্থান করছেন ওই নারী-পুরুষ ও শিশুরা। অনাহার ও অর্ধাহারে তাদের দিন কাটছে বলে ভারতীয় এক নাগরিক টেলিফোনে বাংলাদেশের সাংবাদিকদের জানান।

বিষয়টি নিয়ে গত শনিবার সন্ধ্যায় দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও তথ্য প্রমাণের অভাবে এরা কোন দেশের নাগরিক বোঝা যাচ্ছে না। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কসবা পৌর শহরের হাকর এলাকার ভারত সীমান্ত পিলারের কাছ দিয়ে গত শনিবার সন্ধ্যায় ১২ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি বাধা দেয়। বিজিবির-৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এস এম মেহেদী হাসান বলেন, আটকেপড়াদের সঠিক পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ খবর