মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

বিষ দিয়ে হাঁস নিধন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের সবুজ চাপরাশির হাঁসের খামারে বিষ দিয়ে শতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এছাড়া আরও প্রায় ১০০ হাঁস অসুস্থ হয়ে পড়েছে। গত রবিবার রাতে এ ঘটনার পর গতকাল থানা পুলিশ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাঁস খামারের মালিক সবুজ চাপরাশির স্ত্রী রাজিয়া বেগম জানান, কয়েকটি এনজিও এবং আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে ছয় মাস আগে বাড়ির পাশে হাঁসের খামার করেন তারা। খামারে দুই শতাধিক হাঁস ছিল। প্রতি দিনের ন্যায় গত রবিবার সন্ধ্যায় খামার বন্ধ করে বাড়ি যান। রাতে কে বা কারা খামারের স্টিলের নেটের বেড়া কেটে খাবারের সাথে বিষ প্রয়োগ করে। 

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড

ঝালকাঠির রাজাপুরে রাজাপুরের গালুয়া এসকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে  আসাদ খান (২১) নামে এক যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আসাদ পুটিয়াখালী গ্রামের দুলাল খানের ছেলে। রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার জানান, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্তসহ জোরপূর্বক বিয়ে করার হুমকি দেয় এবং প্রায়ই দেশীয় অস্ত্রসহ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারকে বিয়ের জন্য ভয়ভীতি দেখায়। এ বিষয়ে স্থ’ানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করলে চেয়ারম্যান ইউএনওকে জানান।

-ঝালকাঠি প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। লোকমানপুর রেলস্টেশনের পাশে মাড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে রয়েছে প্যান্ট-শার্ট ও গলায় গামছা। সঙ্গে কাপড়ের ব্যাগ ছিল।

-নাটোর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর