মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

আর্থিক সহযোগিতার দাবি ডেকোরেটর ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে নেই সভা-সমাবেশ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচি। শহর ও গ্রামে পারিবারিক অনুষ্ঠানও বন্ধ। এ কারণেই অচল হয়ে পড়েছে ডেকোরেটর ব্যবসা। বগুড়ার তিন শতাধিক ডেকোরেটের মালিক সাত শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। শ্রমিকরা অনেকে ভিন্ন পেশায় চলে গেছেন। ব্যবসা বন্ধ থাকায় দোকান ভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন মালিকরা। তাদের ব্যবসায় ব্যবহৃত জিনিসপত্র দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেগুলোও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সব মিলিয়ে অনেকটা মানবেতর অবস্থায় বগুড়ার ডেকোরেটর মালিক শ্রমিকরা। তারা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক অনুষ্ঠানের অনুমতি, আর্থিক সহযোগিতা প্রদানসহ সহজ শর্তে ঋণ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। বক্তারা জানান, সামাজিক বা জাতীয় যে কোনো অনুষ্ঠানে সৌন্দর্য বৃদ্ধিতে ডেকোরেটর ব্যবসায়ীরা বলিষ্ঠ ভূমিকা রাখে। করোনা পরিস্থিতির কারণে ডেকোরেটর ব্যবসায়ীদের পরিবার অতি কষ্টে দিনযাপন করতে হচ্ছে।

সর্বশেষ খবর