বুধবার, ১৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

সড়কটি কাদাপানিতে একাকার

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

সড়কটি কাদাপানিতে একাকার

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা অংশে বেহাল অবস্থা - বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা দীর্ঘদিনের। বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে এ সড়কের যানবাহন চালক ও যাত্রীরা। বেশি ভয়ঙ্কর কুমিল্লার বাগমারা বাজারের ১ কিলোমিটার, লাকসামের মিশ্রি ও জংশনের ২ কিলোমিটার, লাকসামের হাউজিং বাইপাসের ২ কিলোমিটার। এখানে ভাঙা সড়কে প্রতিনিয়ত যানবাহন আটকে যাচ্ছে। যানবাহন উল্টে যাচ্ছে। সড়কের একেক গর্তের গভীরতা ৩ ফুটের বেশি। বৃষ্টির পানি জমে তা পুকুরে পরিণত হয়েছে। এ মহাসড়কের সোনাইমুড়ী চাষির হাট, নাথের পেটুয়া, সোনাইমুড়ী-চৌরাস্তায় পিচ ঢালাই সড়কের খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার পণ্যবাহী গাড়ির চালক ও যাত্রীরা। বিজয়পুর, মনোহরগঞ্জের খিলাবাজার, বিপুলাসার ও নাথের পেটুয়া বাজার এলাকার রাস্তা সরু হওয়ায় প্রায়ই যানজট লেগে থাকে। সড়কটির দুই পাশে পানি নিষ্কাশনে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। সড়ক ও জনপথ বিভাগ, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ বলেন, বর্তমানে রাস্তার অবস্থা খারাপ হলেও করোনার কারণে সংস্কারকাজ ঠিকভাবে করা যায়নি। চেষ্টা করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর