বুধবার, ১৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় হাটের জায়গা দখল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় হাটের জায়গা দখল

বগুড়ার শেরপুরে চৌবাড়িয়া বথুয়াবাড়ী জিগাতলা হাটের জায়গা দখল করে চলছে ‘পজিশন বাণিজ্য’। প্রতিটি দোকানঘরের পজিশন বিক্রি করা হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকায়। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন চান্দু মন্ডলের নেতৃত্বে সংঘবদ্ধ একটি প্রভাবশালী চক্র। আর এই ‘পজিশন বাণিজ্যে’র নেপথ্যে রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হাটের জায়গা দখল ও ঘর নির্মাণ বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া ও খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতির যোগসাজশে এলাকার চান্দু মন্ডল এই হাটের জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন। অভিযুক্ত চান্দু মন্ডল বলেন, হাটের এই জায়গায় গর্ত ছিল। তাই এলাকার ২৮ জন দরিদ্র মানুষ এক হয়ে এই জায়গায় বালি-মাটি ফেলে ভরাট করেছেন। এখন তারাই টিনের ঘর তুলছেন। খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, তার ইউনিয়নের বিভিন্ন হাটঘাটের সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলম রানা বলেন, জোরপূর্বক দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর