বুধবার, ১৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এটিভি টহল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে চোরাচালান এবং মানব পাচার রোধে ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যুক্ত হয়েছে অল টেরেইন ভেহিক্যাল (এটিভি)। এটিভি নিয়ে জহুরপুর টেক সীমান্তে টহল শুরু করেছে বিজিবি। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, ৫৩ বিজিবি’র অধীন জহুরপুরটেক সীমান্ত এলাকার প্রায় ৭ কিলোমিটার বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকায় জলাশয়, খাল-বিল, চরাঞ্চল, কর্দমাক্ত, উঁচু-নিচু ভূমি এবং দুর্গম হওয়ার কারণে মোটরসাইকেল বা পায়ে হেঁটে টহল কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল। তিন আসনের এই যানটি প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।

সর্বশেষ খবর