শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

‘ব্যবসায়ীর জমি দখল ভাঙচুর লুট’

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জমি দখল করে ঘর নির্মাণ, বসত ঘরে হামলা, ভাঙচুর, হয়রানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আবিরখীল গ্রামে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন হোসেন আহমদ। এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী তার ছেলে আজাদ, কামরুল ইসলাম, পুত্রবধূ স্বর্ণা বেগম, নুরনাহার শিপনসহ এলাকাবাসী। লিখিত বক্তব্যে হোসেন জানান, প্রায় ৬০ বছর ধরে তারা আবিরখীল গ্রামে ৫০ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছেন। তাদের ওই জমিতেই মমিন উল্যা নামে এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে জোরপূর্বক বসবাস করছেন। এ নিয়ে লক্ষ্মীপুর আদালতের দুটি মামলার রায় পান হোসেন। আদালতের এই রায় উপেক্ষা করে মমিন স্থানীয় প্রভাবশালী ও ভাড়াটে লোকজন নিয়ে ওই জমিতে নতুন ঘর তৈরি করেন। এতে বাঁধা দিতে সন্ত্রাসীরা তার বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকার মালামাল লুট করেন। এতে ১৫ জন আহত হয়েছেন। এছাড়া মমিন মিথ্যা মামলা দিয়ে তার পুত্রবধূ স্বর্ণা, শিপন ও চাচাতো ভাই দুলালকে পুলিশ দিয়ে গ্রেফতার করায়।

মমিন উল্যার স্ত্রী কহিনূর বেগম জানান, তাদের উচ্ছেদ করতে হোসেনের লোকজন ঘর ভেঙে ফেলে। এছাড়া তারা টিন, কাঠসহ আসবাবপত্র লুট কারারও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ খবর