শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভুয়া ডাক্তারের দুই লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ভুয়া পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়ায় প্রমোদ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গত বুধবার শুনানি শেষে তাকে এ দ  দেওয়া হয়। এর আগে গত ১ জুলাই রানা হোসেন নামে এক ব্যক্তি প্রমোদ চক্রবর্তীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জে অভিযোগ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, মানিকগঞ্জ সদরের খাগড়াকুড়ি গ্রামের প্রমোদ চক্রবর্তী নিজের ব্যবস্থাপত্রে ব্যবহৃত পদবির স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার বিএমডিসির কোনো রেজিস্ট্রেশন নেই। দীর্ঘদিন ধরে তিনি এমবিবিএস (ঢাকা), পিজিটি (সার্জারি), মেডিকেল অফিসার, মা ও শিশু রোগে অভিজ্ঞ ইত্যাদি পদবি ব্যবহার করে মানিকগঞ্জ ও সাভারসহ বিভিন্ন এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

সর্বশেষ খবর