শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

ডিবিতে ছাত্রলীগ নেতা এনামুল হত্যা মামলা

তিন আসামি দুই দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে দলীয় কোন্দলের কারণে নিজ দলের প্রতিপক্ষের মারধরে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, জেলহাজতে থাকা তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন- সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার বাসিন্দা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয় (২৩), জাহিদুল ইসলাম (২১) ও দিয়ারধানগড়ার সাগর (২০)। মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই বদরুদ্দোজা জিমেল জানান, জেলহাজতে থাকা তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। গতকাল আবেদনের শুনানি শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোরশেদ আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে, মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব আহমেদ জিহাদ গ্রেফতার না হওয়ায় অনেকেই নানা শঙ্কায় পড়েছেন। সিহাবের ছবি আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে থাকায় তাকে গ্রেফতার নিয়ে নানা কথা বলছেন। প্রসঙ্গত, ২৬ জুন জাতীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে শহরের বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারি হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে মাথায় কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। ৯ দিন লাইভ সাপোর্টে থাকার পর ৫ জুলাই সকালে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর