শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের সংবাদ

তিন যমজ সন্তানের পাশে মুক্তিযোদ্ধা

নাটোর প্রতিনিধি

নাটোরের আদিবাসী নারী বৃষ্টি পাহানের তিন যমজ শিশুর পাশে দাঁড়িয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কালীপদ দাস। তিনি বাংলাদেশ প্রতিদিন অফিস থেকে নাটোর প্রতিনিধির মোবাইল নম্বর সংগ্রহ করে ওই তিন শিশুর খোঁজখবর নেন। কালীপদ দাস তার ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার  দাসকে  দায়িত্ব দেন তিন যমজ বাচ্চার জন্য শিশুখাদ্য পাঠানোর জন্য। বুধবার তার পক্ষ থেকে নাটোর সদর থানা পুলিশের পরিদর্শক রফিকুল ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম ঢাকা থেকে পাঠানো দুধ, সুজি, বিস্কুট, লাচ্ছা সেমাই, আটা, মুসুর ডাল, সয়াবিন তেল, শাড়ি এবং নগদ তিন হাজার টাকা তুলে দেন। গত ২ জুলাই বাংলাদেশ প্রতিদিনে বৃষ্টি পাহানের তিন যমজ শিশুর অসহায়ত্বের বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।

 

সর্বশেষ খবর