শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

ঈদ বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেতে শুরু করেছে বিভিন্ন শপিং মল ও গরুর হাট। করোনা সংক্রমণরোধে প্রশাসনের কঠোর তৎপরতা থাকা সত্ত্বেও বড় বড় মার্কেট, হাট-বাজার ও কোরবানির পশুর হাটগুলোতেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হচ্ছে না। সদর উপজেলার রামচন্দ্রপুরহাট সংলগ্ন বাজার, শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজার, বিনোদপুর বাজার, মনাকষা বাজারে ক্রেতা-বিক্রেতাদের অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাত ৮টা-৯টা পর্যন্ত পাড়া-মহল্লায় অনেক দোকানপাট খোলা রাখারও অভিযোগ পাওয়া যাচ্ছে। এভাবে চললে করোনা সংক্রমণের ঝুঁকির আশঙ্কা সচেতন মহলের। স্থানীয় প্রশাসনের কঠোর তৎপরতায় মানুষ নিয়ন্ত্রণে ছিল। মাঝে প্রশাসনের শিথিলতা থাকলেও গত পাঁচ দিন ধরে আবার কঠোর তৎপরতা শুরু হয়েছে। এই পাঁচ দিনে ৫ শতাধিক মানুষকে স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর