শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

এক পলক

চাঁদা না দেওয়ায় মাছের প্রজেক্টে ভাঙচুর

চাঁদা না দেওয়ায় নোয়াখালীর সুধারামের ধুমচর গ্রামের আবদুর রহমান নামের এক প্রবাসীর মাছের প্রজেক্টে ভাঙচুর ও গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে স্থানীয় নুর নবী, সালাউদ্দিন ও জিয়ার নেতৃত্বে দুর্বৃত্তরা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। -নোয়াখালী প্রতিনিধি

২০ পরিবারকে সহায়তা

ভোলায় করোনায় বিপর্যস্ত নিম্ন আয়ের ২০টি পরিবারের মাঝে নৌ-বাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট বাজারে অসহায় কর্মহীন ৭ পরিবারকে নৌকা ও জাল, ৩ পরিবারকে রিকশাভ্যান এবং ১০ পরিবারকে একটি করে ছাগল দেওয়া হয়েছে। এসব সামগ্রী বিতরণ করেন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফয়ছাল বিন রশীদ। উপস্থিত ছিলেন-লেফটেন্যান্ট কমান্ডার অশিকুর রহমানসহ নৌ বাহিনীর অন্য সদস্যবৃন্দ।-ভোলা প্রতিনিধি

ভাতার কার্ড বিতরণ

চেক ও ভাতার কার্ড বিতরণ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। গতকাল শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। ইউএনও শেখ শামসুল আরেফিনের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।-শ্রীপুর প্রতিনিধি

 কুশপুত্তলিকা দাহ

শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ করে এবং ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করেন। অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।-শেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর