শনিবার, ১৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

আখাউড়ায় সড়কে গর্ত দুর্ঘটনার আশঙ্কা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় সড়কে গর্ত দুর্ঘটনার আশঙ্কা

ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া উপজেলার তিতাস রেল ব্রিজ সংলগ্ন সড়কের মাঝখানে বিশাল গর্তের সৃষ্টি হয়ে মাটি নিচের দিকে দেবে গেছে। গতকাল দুপুর ১২টার দিকে ৬-৭ ফুট প্রশস্ত এ গর্তের বিষয়টি স্থানীয়দের নজরে আসে।  এতে এ সড়ক দিয়ে ভারী ও বড় যান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে গর্তের পাশ দিয়ে ছোট যানবাহন চলাচল করছে। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন গাছ ও লাল নিশানা টানিয়ে সতর্ক কওে দেন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মাটি ও বালি ফেলে গর্তটি ভরাট কাজ শুরু করেছে। বিকাল ৩টা থেকে ট্রাক দিয়ে মাটি ফেলে গর্তটি ভরাট করার কাজ শুরু হয়। পানির চাপে সড়কটি দেবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানায়,  ঢাকা-চট্টগ্রাম রেললাইন ও সড়কের মাঝখানে  জলাশয় আছে। জলাশয়ের পানি নিষ্কাশনের জন্য সড়কের নিচ দিয়ে পানি নিষ্কাশনের জন্য পাইপ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে পাইপটি ভেঙে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় মাটি দেবে গেছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, সড়কটি বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে, তাই আপাতত ভারী যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তাটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর