শিরোনাম
শনিবার, ১৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

তিস্তার ভাঙনে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা নেওয়ার দাবি

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তায় পানি কমলেও নতুন করে দেখা দিয়েছে ভাঙন। এই আতঙ্কে দিন-রাত কাটছে নদী তীরবর্তী মানুষের। জানা গেছে, গত কয়েক দিনের বন্যায় লালমনিরহাটে মসজিদ, বিদ্যালয়সহ অসংখ্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েক হাজার একর আবাদী জমিও গিলেছে সর্বগ্রাসী তিস্তা। সর্বশেষ হাতীবান্ধা উপজেলার তিস্তা নদী তীরবর্তী সানিয়াজান ইউনিয়নের পাক শেখ সুন্দর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিস্তার ভাঙনের কবলে পড়েছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ভাঙন রোধে কোনো সঠিক পদক্ষেপ নেয়নি। স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়টি চরাঞ্চলের শিশুদের পাঠদানের একমাত্র প্রতিষ্ঠান। জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক বলেন, জরুরিভাবে বালির বস্তা দিয়ে ভাঙন রোধে ব্যবস্থা নিলে রক্ষা পেতে পারে বিদ্যালয়টি। উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিদ্যালয় সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর