শনিবার, ১৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ঠাকুরগাঁওয়ের খামারিদের দুশ্চিন্তা ততই বাড়ছে। প্রাণিসম্পদ অধিদফতর সূত্র জানায়, জেলা এবং উপজেলা মিলে গরুর খামার রয়েছে ১১ হাজার ৭৮২টি। আর গরুর সংখ্যা রয়েছে ৮০ হাজার ৪৫৯। কিন্তু‘ গরুর গুটি ও লম্পিং রোগ দেখা দেওয়ায় ক্রেতা অনেক কম হতে পারে। খামারি মাসুমা জানান, করোনা নিয়ে তারা এখনো দুশ্চিন্তামুক্ত হতে পারেননি। মূলত  কুরবানির ঈদকে সামনে রেখে সারা বছর পশু লালন-পালনে তারা  মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন। তাই পশু বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের আলতাফ হোসেন বলেন, দেশে যে পশু আছে তা কুরবানির জন্য যথেষ্ট। দেশের বাইরে থেকে গরু আনার প্রয়োজন নেই। অনেক শিক্ষিত যুবক ডেইরি ফার্ম ও গরু মোটাতাজাকরণকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

সর্বশেষ খবর