রবিবার, ১৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

তিন বিদ্যালয়কে জরিমানা পরিচালকের কারাদন্ড

সরকারি নির্দেশনা না মেনে ক্লাস-পরীক্ষা

গাজীপুর প্রতিনিধি

তিন বিদ্যালয়কে জরিমানা পরিচালকের কারাদন্ড

গাজীপুরের কোনাবাড়িতে একটি স্কুলে চলছে পরীক্ষা -বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে স্কুলে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠানের দায়ে তিনটি বেসরকারি স্কুলের কর্তৃপক্ষকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে এক স্কুলের পরিচালককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। শনিবার গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, সরকারি নির্দেশ অমান্য করে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার কয়েকটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ কিছুদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। শনিবার সকালে স্থানীয় পেয়ারা বাগান এলাকার জরুন ন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে- খবর পেয়ে ওই স্কুলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্কুল কর্তৃপক্ষ আদালতের কাছে তাদের অপরাধ স্বীকার করে। পরে স্কুলের পরিচালক শহিদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং তার স্ত্রী স্কুলের শিক্ষক দুলালী বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করে। করোনাভাইরাসের ভয়াবহতা জেনেও শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার দায়ে তাদের এ দন্ড দেওয়া হয়। এ ছাড়া আদালত একই অপরাধে কোনাবাড়ির হরিনাচালা এলাকার অরবিট এডুকেয়ার স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং এসরার নগর এলাকার অক্সফোর্ড মডেল স্কুলের শিক্ষক রবিন হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে।

সর্বশেষ খবর