রবিবার, ১৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

চুরি-ছিনতাই ঠেকাতে রাত জেগে পাহারা

কুমিল্লা প্রতিনিধি

চুরি-ছিনতাই ঠেকাতে রাত জেগে পাহারা

কুমিল্লা শহরতলির সাতরায় চুরি-ছিনতাই ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে এলাকাবাসী। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এলাকার লোক পালাক্রমে লাঠি হাতে পাহারা দিচ্ছেন। গত ২০ দিন ধরে তারা পাহারা দিয়ে সফলতাও পেয়েছেন বলে দাবি স্থানীয়দের। জানা যায়, সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের সাতরা। সাতরা সংলগ্ন শাসনগাছা কৃষি অফিস এলাকায় কুমিল্লা-আলেখারচর সড়কে প্রায় সন্ধ্যায় ছিনতাই হতো। পাহারা দেওয়ার পর তা কমে এসেছে। কমেছে এলাকায় চুরি ও মাদক বিক্রেতা, সেবীদের উৎপাত। পাহারাদারা এ পর্যন্ত ২০ চোর, ছিনতাইকারী ও মাদক বিক্রেতাকে আটক করেছে। এদের মধ্যে সাতজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অন্যরা সামাজিক মুচলেকা নিয়ে ছাড়া পেয়েছে। স্থানীয় আবদুস সাত্তার বলেন, সাতরা এলাকায় ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থার ঐতিহ্য রয়েছে। বিশৃঙ্খলা রোধে সমাজের বিশিষ্টজন ও তরুণরা মিলে এ উদ্যোগ নিয়েছে। এতে এলাকাবাসী সুফলও পাচ্ছে। কোতয়ালি মডেল থানার ওসি জানান, বিশৃঙ্খলা রোধে পাহারা দেওয়া অবশ্যই ভালো উদ্যোগ। প্রয়োজনে তাদের সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর