রবিবার, ১৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

পরিবেশের বিপর্যয় বিপদ ডেকে আনতে পারে : পলক

নাটোর প্রতিনিধি

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘পরিবেশের বিপর্যয় আমাদের বিপদ ডেকে আনতে পারে। তাই পরিবেশ রক্ষার বিকল্প নেই। এ জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণে সারাদেশে গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। সিংড়ায় এক লাখ চারা গাছ রোপণ করা হবে। সিংড়া উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক ও অগ্নিকান্ড সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী।

সর্বশেষ খবর