শিরোনাম
সোমবার, ২০ জুলাই, ২০২০ ০০:০০ টা

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচলে অচলাবস্থা

মুন্সীগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচলে অচলাবস্থা

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহন -বাংলাদেশ প্রতিদিন

পদ্মা নদীতে প্রচন্ড স্রোত ও ডুবোচরের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচলে অচালবস্থার সৃষ্টি হয়েছে। তিন দিন পর গতকাল সকালে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করলেও পারাপারে তিনগুণ সময় লাগছে। ফলে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে উভয় পাড়ে। ভোগান্তিতে পড়েছেন এ নৌ-রুটের হাজার হাজার যাত্রী। মাদারীপুরের কাঠালবাড়ি ঘাটে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। আর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় গতকাল আট শতাধিক ছোট-বড় গাড়ি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, তীব্র স্রোত ও ডুবোচরের কারণে কয়েক দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রবিবার ভোরে তিনটি রোরো, তিনটি কে-টাইপ ও একটি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু হয়েছে। যে কোনো সময় তা বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থা অব্যাহত থাকলে এই রুটে ফেরি চলাচলে অনিশ্চয়তার সৃষ্টি হবে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামের সেলিম ভূইয়া জানান, তিনি একটি ট্রাক নিয়ে শুক্রবার থেকে শিমুলিয়া ঘাটে আটকা আছেন।

সর্বশেষ খবর