সোমবার, ২০ জুলাই, ২০২০ ০০:০০ টা

ত্রাণ না পেয়ে হতাশ বন্যাকবলিতরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঘরে-বাইরে থই থই পানি। ঘরবন্দী অবস্থায় দিন কাটছে। আয় রোজগার নেই। এ অবস্থায় বন্যাকবলিতরা অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকারিভাবে ১০ কেজি করে চাল দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অধিকাংশ পরিবার এখনো ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত থাকায় তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। খোকশাবাড়ী গ্রামের বয়োবৃদ্ধ আছিয়া জানান, ২০ দিন ধরে পানিবন্দী। কোনো চেয়ারম্যান-মেম্বর ত্রাণ তো দূরের কথা আমরা বেঁচে আছি না মরে গেছি তাও দেখতে আসে নাই। জানা যায়, জেলার ছয়টি উপজেলার প্রায় সোয়া দুই লাখ পরিবার পানিবন্দী রয়েছে। কেউ নৌকা কেউ চালায় আবার কেউ ওয়াপদাবাঁধে আশ্রয় নিয়েছে। বন্যা ও করোনায় কর্মহীন এসব মানুষ কষ্টে দিনযাপন করছে। বন্যাকবলিতদের শুকনো ও শিশুখাদ্য খুবই জরুরি। কাওয়াকেলা ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, তার ওয়ার্ডে ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী। সরকার থেকে মাত্র ৫০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এখনো বঞ্চিত রয়েছে এক হাজার পরিবার। খোকশাবাড়ী ইউপি মেম্বর সাহিদা খাতুন জানান, আমার মাধ্যমে মাত্র দেড়শ পরিবারকে ১০ কেজি করে চাল দিতে পেরেছি। আমার ভোটার তিন হাজারের ওপর। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, প্রথম বন্যা থেকে এ পর্যন্ত জেলায় ২৬৭ মেট্রিক টন চাল ৩ হাজার ৯৫০ প্যাকেট খাবার, দুই লাখ টাকার শিশুখাদ্য ও দুই লাখ টাকার গো-খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর