মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভাতিজাকে জিম্মি করে ১০ লাখ টাকা দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিশারাবাড়ী গ্রামে ভাতিজাকে জিম্মি করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে সৌরভ নামে একজনকে গ্রেফতার এবং উদ্ধার করা হয় জিম্মি হওয়া ভাতিজা মোস্তাক মিয়াকে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোস্তাক কসবা থানায় তিনজনের নামে মামলা করেছেন। গ্রামবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, বিশারাবাড়ী গ্রামের ফজুলর রহমানের ছেলে ব্যবসায়ী মোস্তাক মিয়া গত রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। এ সময় তার সঙ্গে ছিলেন চাচা ইমরান। বাড়ির কাছে গেলে ইমরান মুখ চেপে মোস্তাককে তার ঘরে নিয়ে যান। ওই ঘরে ভাড়া থাকা সন্ত্রাসী সৌরভের সহযোগিতায় মুখে স্কচটেপ পেঁচিয়ে ও কালো কাপড় দিয়ে চোখ বেঁধে তাকে মারধর এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ইমরান। টাকা না দিলে তাকে খুন করা হবে বলে হুমকি দেয় ইমরান ও সৌরভ। বাড়িতে না ফেরায় মোস্তাকের পরিবারের লোকজন  খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১১টার দিকে পুলিশ ওই ঘরে অভিযান চালিয়ে সৌরভকে আটক ও মোস্তাককে উদ্ধার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর