মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

আবাসিক এলাকায় চালকল গ্রামবাসীর প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘনবসতিপূর্ণ আউলিয়াপুর গ্রামে পরিবেশ ছাড়পত্র ছাড়াই অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদ করেছেন এলাকাবাসী। আবাসিক এলাকায় চালকল নির্মাণ  না করার দাবি?জানিয়ে গতকাল মানববন্ধন করেছেন ওই এলাকার কয়েকশ নারী-পুরুষ। এ সময় ফেস্টুনে ‘আবাসিক এলাকায় ইন্ডাস্ট্রিজ চাই না, গ্রামে অবৈধ স্থাপনা তৈরি বন্ধ কর, পরিবেশ সুরক্ষা চাই’ ইত্যাদি প্রদর্শন করা হয়। মানববন্ধনে স্থানীয় পরিবেশ সুরক্ষা কমিটির মুখপাত্র মোসাদ্দেক জানান, এলাকায় একের পর এক চালকল গড়ে তোলা হচ্ছে। নতুন করে চালকল বসলে বসবাসের অযোগ্য হয়ে যাবে এলাকাটি। এ ছাড়া পরিবেশের পাশাপাশি ক্ষতি হবে মানবদেহের। বায়ুদূষণের কারণে শ্বাসকষ্টজনিত রোগের আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে জেলা প্রশাসক বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন করা হলে তিনি পরিবেশ অধিদফতরকে তদন্তের নির্দেশ দেন। পরিবেশ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক তদন্ত করে যে প্রতিবেদন দেন সেখানে উল্লেখ করেন অটো রাইচ মিলটি তৈরির আগে পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়নি।

সর্বশেষ খবর