শিরোনাম
বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা

বৃষ্টির পানিতে খেলতে গিয়ে চার শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

বৃষ্টির পানিতে খেলতে গিয়ে চার শিশুর মৃত্যু

গাজীপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে গর্তে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- নেত্রকোনার বারহাট্টা থানার জাওয়াইল এলাকার তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া (৯) ও ছেলে ইব্রাহিম (৬), বগুড়ার সোনাতলা থানার চামুরপাড়া এলাকার জিয়ারুলের মেয়ে মিষ্টি (১০) এবং একই থানার সুজায়েতপুর এলাকার শামীমের ছেলে ফরহাদ (৬)। জয়দেবপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া এলাকায় পৃথক ভাড়া বাসায় থাকেন নিহত শিশুদের পরিবার। গতকাল দুপুর আড়াইটার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় শিশু ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে বাড়ির লোকজনের অগোচরে বাসার পাশে জমিতে আটকে থাকা বৃষ্টির পানিতে খেলতে যায়। জমিতে একটি গভীর ডোবা রয়েছে। জলাবদ্ধতার কারণে গর্তটি দেখা যায় না। শিশুরা খেলার একপর্যায়ে গর্তের পানিতে ডুবে যায়। বিকাল পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা শিশুদের সন্ধান করতে থাকে। একপর্যায়ে সন্ধ্যায় এলাকাবাসী ওই জমির এক পাশে শিশুদের স্যান্ডেল দেখতে পায়। তারা গর্তে তল্লাশি চালিয়ে একে একে চার শিশুর লাশ উদ্ধার করে। তাদের কেউ সাঁতার জানতো না।

সর্বশেষ খবর