বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

গুচ্ছগ্রাম প্রকল্পে অনিয়ম

হস্তান্তর করা হয়েছে অসম্পূর্ণ ঘর, নেওয়া হয়েছে টাকা

এসএম রেজাউল করিম, ঝালকাঠি

গুচ্ছগ্রাম প্রকল্পে অনিয়ম

সামান্য বৃষ্টিতেই গুচ্ছগ্রামে সৃষ্টি হয় জলাবদ্ধতা -বাংলাদেশ প্রতিদিন

ঝালকাঠির রাজাপুর উপজেলার চরপালট গ্রামে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প গুচ্ছগ্রাম-২ (সিভিআরপি)-এর আওতাধীন গৃহনির্মাণ ও উপকারভোগীর মধ্যে ঘর বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, চরপালট গুচ্ছগ্রামে ৭০টি ঘর ইতোমধ্যে উপকারভোগীকে থাকার জন্য চাবি হস্তান্তর করা হয়েছে এবং তারা বসবাস শুরু করেছেন। অভিযোগ আছে, অপরিকল্পিতভাবে মাটি ভরাট করায় একটু বৃষ্টি হলেই অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া পূর্ণিমার জোয়ার অথবা সামান্য বন্যায় তলিয়ে যায় আশ্রয়কেন্দ্রের ঘর। ফলে আশ্রয়ণবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলা প্রশাসন গুচ্ছগ্রাম প্রকল্পে পুনর্বাসনের জন্য প্রকৃত ভূমিহীন ও ছিন্নমূল পরিবারের কাছ থেকে আবেদন আহ্বান করলে ১৬২টি আবেদনপত্র জমা পড়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এদের সবাইকেই ভূমিহীন বলে সনদ দেন। যাচাই-বাছাই করে ৭০ জন উপকারভোগী নির্বাচন করা হয়। অভিযোগ আছে অর্থের বিনিময়ে তালিকায় অনেক বিত্তশালীর নাম উঠেছে। স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, নদীভাঙনে নিঃস্ব, অসহায় পরিবার ঘর না পেলেও চাকরিজীবী ও ব্যবসায়ীরা ঘর পেয়েছেন। অর্থ আদায়ের বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহআলম মন্টু, সদস্য আহসান কবির, তরিকুল ইসলাম ও মনির হোসেনের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘কারা টাকা নিয়েছেন আমাদের জানা নেই।’ নাম প্রকাশ না করার শর্তে ঘর পাওয়া অনেকে জানান, গুচ্ছগ্রামে ঘর পেতে তারা ৪০-৫০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু তাদের অসম্পন্ন ঘর দেওয়ায় এখন বাকি কাজ নিজ খরচে করতে হচ্ছে। ঘরের বিনিময়ে নগদ টাকা দিতে না পারায় কৌশলে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক মহিলা ইউপি সদস্যকে জরিমানাও করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন-অর রশিদ বলেন, এসব অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না। প্রকল্প বাস্তবায়নের মূল দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদারের।’ ইউএনও বলেন, চরপালট গুচ্ছগ্রাম প্রকল্পে আমরা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে বাছাইয়ের মাধ্যমে ৭০ জন উপকারভোগী নির্বাচন করেছি। বাছাইয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এর পরও এখন নানা অভিযোগের কথা শুনছি। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর