বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

সাত ফার্মেসিতে অভিযান আট বস্তা ওষুধ জব্দ

দিনাজপুর প্রতিনিধি

সাত ফার্মেসিতে অভিযান আট বস্তা ওষুধ জব্দ

জব্দ করা ওষুধ ভর্তি বস্তা -বাংলাদেশ প্রতিদিন

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দিনাজপুরের বিরামপুরে সাতটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিকদের ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানগুলো থেকে জব্দ করা হয়েছে আট বস্তা ওষুধ। বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা সহকারী পরিচালক (ঔষধ) এসএম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন। দোকানগুলোর মধ্যে, মেসার্স বিরামপুর মেডিসিন কর্নারকে ৫০, শাহারা ফার্মেসিকে ২, তাহরিম ফার্মেসিকে ২, লিপি ফার্মেসিকে ৫, বিশ্বশান্তি আয়ুর্বেদী ঔষধালয়কে ২, রিপন হোমিও হলকে ৩ এবং রুকিনা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম জানান, দীর্ঘদিন ধরে বিরামপুরে কিছু ফার্মেসিতে অনুমোদনহীন দেশি-বিদেশি ওষুধ বিক্রি হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় শহরের সাতটি ওষুধের দোকানে ৮ বস্তা মেয়াদহীন, অনুমোদনহীন বিদেশি ও স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। ওইসব দোকানকে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর