বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

মধুমতীতে বিলীন হচ্ছে সড়ক পাকা স্থাপনা

ফরিদপুর প্রতিনিধি

মধুমতীতে বিলীন হচ্ছে সড়ক পাকা স্থাপনা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের আজমপুর ও চরডাঙ্গা গ্রামে মধুমতী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন ভাঙছে নদীর পাড়। এতে পাকা রাস্তা, বাড়িঘর, গাছপালা বিলীন হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে অনেকে খোলা স্থানে দিন কাটাচ্ছেন। অর্ধাহার-অনাহারে দিনযাপন করছেন তারা। স্থানীয়রা জানান, গত শুক্রবার থেকে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। অল্প সময়ের মধ্যে কয়েকটি বাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া গোপালপুর হতে চরডাঙ্গা গ্রামে যাতায়াতের পাকা সড়কটির ৬০ মিটার নদীতে বিলীন হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। দুটি স্থানে মাটিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা রক্ষায় ও নদীর ভাঙন রোধে কাজ হচ্ছে খুব ধীরগতিতে। ফলে প্রতিনিয়ত ভাঙছে নদীর পাড়। হুমকির মুখে রয়েছে প্রাথমিক স্কুল, মসজিদ, দোকানসহ বহু বাড়িঘর।

সর্বশেষ খবর