বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

নিবন্ধের কথা বলে ডেকে মানববন্ধন

স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে সরকার যখন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছে তখন উল্লাপাড়ায় শিক্ষার্থী-অভিভাবকদের দিয়ে গতকাল মানববন্ধন করেছেন এক স্কুল সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা যায়, উল্লাপাড়ার স্বনামধন্য বিদ্যাপীঠ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ সাময়িক বরখাস্ত হন। পরে হাইকোর্ট ও রাজশাহী বোর্ড থেকে তাকে পুনঃবহালের আদেশ দেয়। স্কুল সভাপতি ও বর্তমান প্রধান শিক্ষক ওই আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে এনে স্কুলের মূল ফটকে গতকাল মানবন্ধন করান। এ বিষয়ে স্কুল সভাপতি এহসানুল হাসান বলেন, ‘করোনাকালে মানববন্ধন করা যাবে কি যাবে না সেটি আমরা ভাল বুঝি। এ নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না।’

সর্বশেষ খবর