বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

কালভার্টের মুখে বসতবাড়ি ফসলি জমি পানির নিচে

দিনাজপুর প্রতিনিধি

কালভার্টের মুখ ভরাট করে বসতবাড়ি নির্মাণ করায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রায় ২০০ একর আবাদি জমি পানির নিচে। এ ঘটনায় স্থানীয় কয়েকশ ব্যক্তির স্বাক্ষরিত অভিযোগপত্র চিরিরবন্দর ইউএনও বরাবর দাখিল করা হয়েছে। এলাকাবাসী জানান, চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউপির জয়দেবপুর গ্রামের খামার পাড়ায় পানি নিষ্কাশনের পথ কালভার্টের মুখে মাটি ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে। এতে বাসুদেবপুর, জয়দেবপুর, শ্যামনগর গ্রামের প্রায় ২০০ একর ফসলি জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে একাধিক পরিবার। অনেক পুকুর প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছ চাষিরা। অপরদিকে ওই এলাকায় চলাচলের রাস্তাগুলোও বেশিরভাগ সময় পানি ও কাদা জমে থাকছে। এতে চলাচলেও দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। আব্দুল কাদের, আবু তাহের, মকছেদ আলীসহ অনেকে বলেন, বাসুদেবপুর শ্যামনগর ও জয়দেবপুর হয়ে ২০০ একর জমি ও পাঁচ শতাধিক বাড়ির পানি ওই কালভার্ট দিয়ে বের হতো। বর্তমানে কালভার্টটি বন্ধ করায় অনেকের আমন ধান চাষ বন্ধ হয়ে গেছে। চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই সমস্যাটা দীর্ঘদিনের। এরপরও কিছুটা সমাধান করা হয়েছে। কালভার্টের মুখে বাড়ি নির্মাণের জায়গাটি অভিযুক্ত ব্যক্তির নিজের কিনা, তা যাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর