শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

চুরির অপরাধে বেঁধে নির্যাতন

শেরপুর প্রতিনিধি

জেলার ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নে চুরির অপরাধে এক কিশোরকে প্রকাশ্যে বেঁধে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ বাতেন নামে এ ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরের নাম আলমাছ মিয়া (১৭)। আলামাছ হলদি গ্রামের সংলগ্ন নালিতাবাড়ী উপজেলার সমশ্চুরা গ্রামের বাসিন্দা আয়ুব আলীর ছেলে। নির্যাতনের ঘটনাটি ঘটে গত বুধবার। কিশোরের বাবা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে শেরপুর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সুপারের নির্দেশে গত বৃহস্পতিবার সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে আলমাছ তার বাড়ি থেকে ঠেলাগাড়ি নিয়ে হলদিগ্রাম কাঁচা বাজারে সবজি বিক্রি করতে আসে। ফেরার সময় কোনো প্রমাণ ছাড়াই চুরির অপরাধে বাতেন আলমাছকে ধরে রশি দিয়ে বেঁধে ফেলে। আলমাছ বাজারে বাতেনের ভাইয়ের দোকানে চুরি করেছে- এমন অভিযোগ তুলে দেড় ঘণ্টা নির্যাতন চালিয়ে তাকে পুলিশে দেয়। আবদুল বাতেনের দাবি তার বিরুদ্ধে অভিযোগ বানোয়াট ও মিথ্যা। ঘটনার দিন আলমাছ আমার ভাইয়ের দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে দৌড় দেয়। বাজারে থাকা লোকজন ধরে তাকে পুলিশে দিয়েছে। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

সর্বশেষ খবর