শিরোনাম
রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

কামারশালায় নেই ব্যস্ততা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কামারশালায় নেই ব্যস্ততা

খদ্দরের অপেক্ষায় কামারশিল্পী

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা ঘিরে কামারশালাগুলোতে প্রতি বছরই ব্যস্ততা দেখা যেত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলত তপ্ত লোহা পিটিয়ে দা, ছুরি, কোপতা তৈরির কাজ। এবার করোনার কারণে তেমন ব্যস্ততা নেই। শহরের প্রাণকেন্দ্র অক্ট্রয়মোড় এলাকার একটি কামারশালায় কথা হয় মালিক শ্রী মতিলাল কর্মকারের সঙ্গে। তিনি জানান, ঈদ এলেই তাদের কাজ কয়েকগুণ বেড়ে যায়। এবার সে পরিমাণ কাজ নেই। ঈদের এক মাস আগে থেকেই দা, ছুরি ও বঁটি তৈরি শুরু হতো। বিক্রি শুরু হতো এক সপ্তাহ আগে থেকে। এ বছর তেমন কাজ পাওয়া যায়নি। তিনি বলেন, গত বছর এ সময়ে কাজ শেষ করার ফুরসত ছিল না। বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হয়েছিল। করোনার কারণে এবার কাজ খুব কম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর