সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

‘ডাক্তার আরেকটু দেখেন আমার ছেলে মরে নাই!’

কুমিল্লা প্রতিনিধি

আমার পোলাডা বাড়ি থাইক্কা বাইর হইতে গিয়া কইছে আব্বা আমি যাই। এই যাওয়া যে চিরতরে চইল্লা যাইব। আমি কি জানতাম- এই বলে কাঁদতে ছিলেন বাবা আলী মিয়া। একটু পর পর ছেলের গালে-মুখে হাত দিয়ে আদর করছিলেন তিনি। আর ডাকছিলেন সাজিদরে বাবা ও সাজিদ। কোনো সাড়া-শব্দ নেই সাজিদের। ছেলের গায়ের পোশাকে রক্ত। ছেলেকে বুকে নেন। আদর করেন। ডাক্তারকে বলেন, ‘আরেকটু দেখেন। আমার ছেলে মরে নাই।’ আলী মিয়া পেশায় কৃষক। ছেলের দুর্ঘটনার খবর শুনে ময়নামতি হাসপাতালে ছুটে যান। গিয়ে দেখেন হাসপাতালের মেঝেতে ছেলের লাশ। এ দৃশ্য দেখে চিৎকার করতে থাকেন। আলী মিয়ার চিৎকারে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যান। একটু পর হুশ ফিরলেই আবার ছেলেকে ডাকেন। সাজিদ ওঠ বাবা। আমি তোর মাকে কী জবাব দেব। উল্লেখ্য, গতকাল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হরিণধারায় ট্রাক-লেগুনার সংঘর্ষে লেগুনার হেলপার সাজিদ (১৫) ঘটনাস্থলে মারা যায়।

সর্বশেষ খবর