সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

পাওনা টাকা না পাওয়ায় অনিশ্চয়তার মুখে চামড়া ব্যবসায়ীরা

দিনাজপুর প্রতিনিধি

পাওনা টাকা না পাওয়ায় অনিশ্চয়তার মুখে চামড়া ব্যবসায়ীরা

ঢাকার বিভিন্ন ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় এবারের কোরবানির ঈদে চামড়া ব্যবসা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। প্রায় ৮ কোটি টাকা পাওনা থাকায় চামড়া ব্যবসায় ধসের আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় চামড়া শিল্পকে বাঁচাতে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছে চামড়া মালিক সমিতি। দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি জুলফিকার আলী স্বপন জানায়, শেষ মুহূর্তে পাওনা টাকা না পাওয়া গেলে দিনাজপুরে চামড়ার বাজারে ধস নামার আশঙ্কা রয়েছে।  জেলার ৩৫ জন চামড়া ব্যবসায়ীর পাওনা টাকা আটকা পড়ে আছে। উল্লেখ্য, ঢাকায় চামড়া পাঠানোর জন্য রয়েছেন প্রায় ৩০-৪০ জন ব্যবসায়ী। আর কাঁচা চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন কাজের সঙ্গে জড়িত প্রায় দেড় শতাধিক শ্রমিক। গত বছর জেলায় ৪০ হাজার গরু, ছাগলের চামড়া সংগ্রহ করা হয়।

সর্বশেষ খবর